আমার এই লিখাটিতে আমি একটি অতি সাধারণ জাভা প্রোগ্রামের গঠন নিয়ে আলোচনা করব ।
public static void main(String[] args){
- উদাহরন
public class Hello{
System.out.println("Hello Java");
}
}
উপরের জাভা প্রোগ্রামটিতে লক্ষ্য করলে আমরা যে যে প্রধান বিষয়গুলু দেখতে পাই তা হল
- public class Hello{}
- public static void main(String[] args){}
- System.out.println("Hello Java");
- প্রোগ্রামটির প্রথমেই আমরা যে লিখাটি দেখতে পাই সেটি হল public class Hello{}। এখানে
- দ্বিতীয়ত প্রোগ্রামটিতে আমরা যে বিসয়টি লক্ষ্য করতে পারি সেটি হল public static void main(String[] args)। আমরা সবাই জানি যে প্রতিটা জাভা প্রোগ্রামে একটি main method থাকা অত্যাবশ্যকীয় । হে এটি ই হচ্ছে আমাদের উদাহরণের প্রোগ্রামটির main method । যেখানে public শব্দটি বুঝাচ্ছে এই method টি কে অন্য যে কোন class থেকে ব্যবহার করা যাবে। এবং static শব্দটি দিয়ে বুঝানো হয়েছে যে এটি একটি স্থির method । তারপর main() হচ্ছে একটি method যেখান থেকে প্রোগ্রামটি চলা শুরু করে।
- তারপর main method এর ভিতরে আমরা আরেকটি লাইন লক্ষ্য করি যেটি হল System.out.println(); । এই লাইনটি তে System হচ্ছে একটি final class এবং out হচ্ছে System class এর static member । তারপর println হচ্ছে একটি method যেটি একটি নতুন লাইন সহ text প্রিন্ট করে এবং write() method কে call করে এবং output দেখায় । এবং আমরা System.out.println(); এর মাধ্যমে যে text দেখাতে চাই সেটি প্রথম বন্ধনীর ভিতরে inverted comma এর ভিতরে লিখতে হয় । যেমন প্রোগ্রামটি তে আমরা "Hello Java" লিখেছি ।
public class Hello লিখাটি Hello নামের একটি সর্বজনীন class সৃষ্টি করে । তারপর আমরা দেখতে পাই দুটি {} দ্বিতীয় বন্ধনী , যেটি class এর ভিতরের সকল নির্দেশনা গুলুকে একসাথে আবধ্য রাখে ।
লিখাটি পরার জন্য ধন্যবাদ ।
No comments:
Post a Comment