Wednesday, September 27, 2017

কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা কড়ছ ,প্রোগ্রামার হতে চাও কিভাবে শুরু করবা বুঝে উঠতে পারছনা তাহলে নিচের লিখাটি তোমার জন্যই।

#প্রথমে আমি কথা বলব প্রোগ্রামিং নিয়ে , ।।

কম্পিউটার সায়েন্স নিয়ে পরছে কিন্তু প্রোগ্রামিং এর নাম সোনেনি এমন একজনকেও খোঁজে পাওয়া কষ্টকর ।
এখন আসি প্রোগ্রামিং কি এবং কেন প্রোগ্রামিং করা আমাদের প্রয়োজন । কোন সমস্যাকে কম্পিউটারের বুঝার উপযোগী করে সমাধান করাই হল কম্পিউটার প্রোগ্রামিং।
এখন এই  কম্পিউটারের বুঝার উপযোগী করে প্রোগ্রাম লিখতে হলে আমাদেরকে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে হয় যেমন ( সি , সি++ , জাভা , পাইথন , পি এইচ পি  )  ইত্যাদি ।
এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং ভাষা সি , সি++ এইগুলু আবার কি , ভয় পাওয়ার তেমন কিছুই নেই  এইগুলু হচ্ছে প্রোগ্রামিং ভাষা যে ভাষা কম্পিউটার বুঝতে পারে।
বিসয় টা জটিল হয়ে যাচ্ছে? আচ্ছা তাহলে সহজ করে বলি , প্রোগ্রামিং ভাষা বলতে বুঝায় , যে ভাষা কম্পিউটার বুঝতে পারে এবং যে ভাসায় প্রোগ্রাম লিখা হয়।

#এখন আসব আসল কথায় , কেন আমরা প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রামিং শিখব।

প্রোগ্রামিং শিখার মুল উদ্দেশ্য হল বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা , ধরে নাও যে আমরা কোন একটা কাজ এক হাজার বার করতে চাই কাজটা হতে পারে কোন একটা সংখাকে আমরা ১ থেকে ১০০০ এর মধ্যে
যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যা দিয়ে গুন করে প্রত্যেক বার ফলাফল দেখাতে চাই,  এই সমস্যাটি আমরা প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে অনেক সহজেই করে ফেলতে পারি। এই ধরনের আরও
অনেক অনেক সমস্যা আছে যেগুলো  আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে অতি সহজেই করে ফেলতে পারি। সুতরাং আমরা আমাদের কাজগুলো কম্পিউটারকে দিয়ে করাতে এবং কাজগুলো কম্পিউটারকে
বুঝিয়ে দেয়ার জন্ন্য প্রোগ্রামিং শিখা অত্যন্ত জরুরী । 

#এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শুধু মাত্র কম্পিউটার কে দিয়ে কোন কাজ করানোর জন্যই কি আমরা প্রোগ্রামিং শিখব? তাহলে আমি বলব না সুধুমাত্র এই জন্যই তোমরা প্রোগ্রামিং শিখবে না ।

#প্রোগ্রাম দিয়ে কি করা হয়?

তুমি তোমার কম্পিউটার এ যত গুলো সফটওয়্যার ব্যবহার করছ এই প্রত্তেকটি সফটওয়্যার অসংখ্য প্রোগ্রাম এর সমন্বয়ে বানানো । আরও একটা মজার বিষয় হচ্ছে তুমি যে ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমার এই লিখাটি পরছ
এই ওয়েব ব্রাউজার টি বানাতে এবং আমার ওয়েবসাইট টি বানাতে ও প্রোগ্রাম ব্যবহার হয়েছে ।
আমরা এখন যে স্মার্টফোন ব্যবহার করি এবং যত ধরনের গেম খেলি এই সবকিছু বানাতে প্রোগ্রাম ব্যবহার হয়ছে ।
এক কথায় বলা যায় কম্পিউটার , মোবাইল , এবং ওয়েব জগতের জা কিছু আছে এই সবকিছু বানাতে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং প্রয়োজন ।

#তাই তোমরা যারা প্রোগ্রামিং এ আগ্রহী তোমরা প্রোগ্রামিং শিখা শুরু করে দাও , শুরু করার জন্য যদি কোন সাহায্য লাগে তাহলে প্রোগ্রামিং সম্পর্কিত ইউটিউবে ভিডিও দেখতে পারো অথবা বই সংগ্রহ করে চেষ্টা করতে পারো
আড়ো অন্য কোন তথ্য জানার থাকলে  কমেন্ট বক্স এ কমেন্ট করতে পারো ।

1 comment:

কম্পিউটার প্রোগ্রামিং শেখা কতটা গুরুত্বপূর্ণ ?

প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানের অনেক বড় একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিংয়ের দখল। প্রোগ্রামিং ছাড়া আমর...