Saturday, March 17, 2018

জাভা ডাটা টাইপ ।

জাভা ডাটা টাইপ ।


ডাটা টাইপ ঃ

প্রোগ্রামিংয়ে আমরা সবসময় বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করে থাকি । এই বিভিন্ন ধরনের ডাটাকে ডাটা টাইপ বলা হয়।




















জাভা তে ২ ধরনের ডটা টাইপ বিদ্যমান 
  1. Primitive Data Types
  2. Non-Primitive Data Type

Primitive ডাটা টাইপ ঃ

  • Boolean
  • char
  • byte
  • short
  • int
  • long
  • float
  • double










boolean :

boolean টাইপের ডাটা শুধুমাত্র true  এবং  false এই দুই ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে । এই ক্ষেত্রে  true  এর ভেলু হয়  1  এবং  false  এর ভেলু হয়  0 । boolean  ডাটা টাইপের সাইজ ৮ বিট ।

char :

char টাইপের ডাটা শুধুমাত্র character টাইপের value নিয়ে কাজ করতে পারে যেমন , a, b, c ইত্যাদি।

byte :

এটি হচ্ছে signed integral data type । এটি Integer টাইপের ডাটা ধারন করে । এবং এর সাইজ হচ্ছে ৮ বিট ।

short :

এটিও একটি signed integral data type এবং এর সাইজ ১৬ বিট ।

int :

এটিও একটি signed integral data type এবং এর সাইজ 32 বিট , এবং এটি signed  নাম্বার ডারন করে।
যেমন ঃ   1 , 44, 100 etc

long : 

এই ডাটা টাইপের  সাইজ হচ্ছে ৬৪ বিট , এবং এটি  int  ডাটা টাইপের মতো Integer Value ধারন করে।

float : 

দশমিক যুক্ত সংখ্যা প্রকাশের জন্য float টাইপের ডাটা ব্যবহৃত হয়। এই টাইপের ডাটার সাইজ হয়ে থাকে ৩২ বিট। উদা ঃ 10.33 ,  33.100 etc ।

double : 

এটিও টাইপের ডাটার মতো দশমিকযুক্ত সংখ্যা ধারন করে । এবং এর সাইজ হচ্ছে ৬৪ বিট। 
 যেমন 234.2222222



No comments:

Post a Comment

কম্পিউটার প্রোগ্রামিং শেখা কতটা গুরুত্বপূর্ণ ?

প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানের অনেক বড় একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিংয়ের দখল। প্রোগ্রামিং ছাড়া আমর...