Friday, September 15, 2017

How to be a good programmer

আমরা যারা কম্পিউটার সায়েন্স এর ছাত্র তাদের মনে একটা ভয় সবসময় কাজ করে সেটা হচ্ছে আমি প্রোগ্রামিং অথবা প্রব্লেম সল্ভ করতে পারি না । আসলে প্রোগ্রামিং এ ভাল অথবা প্রব্লেম সল্ভিং এ ভাল করতে হলে অনলাইন এ প্রব্লেম সল্ভিং এর বিকল্প নেই । যারা এখনও ভাবছ প্রোগ্রামিং করবা অথবা প্রোব্লেম সল্ভিং এ ভাল হতে চাও তারা যে কোন একটা online judge যেমন (Uva online judge , hackerrank , or Uri ) এই সাইট গুলুর যেকোনো একটা তে গিয় একাউন্ট খুলে প্রব্লেম সল্ভিং শুরু করে দাও। একটা কথা মণে রাখবা তুমি যত বেসি সময় প্রবেলেম সল্ভিং এ দিবা তত বেসি সিখবা।
এটাই সময় নিজেকে গড়ে তোলার । 😶

No comments:

Post a Comment

কম্পিউটার প্রোগ্রামিং শেখা কতটা গুরুত্বপূর্ণ ?

প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানের অনেক বড় একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিংয়ের দখল। প্রোগ্রামিং ছাড়া আমর...