Sunday, November 12, 2017

ডাটা স্ট্রাকচার কি ?

ডাটা স্ট্রাকচার কোন নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা নয় । প্রোগ্রামিংইয়ে  ডাটা  নিয়ে  কাজ  করতে  ডাটা স্ট্রাকচারের  বিকল্প  নেই ।

ডাটা স্ট্রাকচার সাধারণত  দুই  ধরনের  ...
    ১  রৈখিক ।  ( Linear )
             Linear Array  হচ্ছে  রৈখিক  ডাটা  স্ট্রাকচার  এর  একটি  উদাহরণ । কারন  লিনিয়ার  Array                 তে  ডাটা  রৈখিক  ভাবে  অবস্থান  করে  ।

    ২ অরৈখিক । ( Non-linear )
             ট্রি  ,  গ্রাফ  হলো  অরৈখিক  ডাটা  স্ট্রাকচারের  উদাহরণ ।

প্রোগ্রামিং  এ  প্রোগ্রামারদের  সারাক্ষণই  বিভিন্ন  ডাটা  নিয়ে  কাজ  করতে  হয় । প্রোগ্রাম  দ্রুত  কাজ  করার  জন্য  এবং  প্রোগ্রামের  মেমোরি  কমিয়ে  আনার  জন্য  আমাদের  ডাটা  স্ট্রাকচার  সম্পর্কে  ভাল  জ্ঞান  থাকা  প্রয়োজন  ।

ডাটা  স্ট্রাকচার  নিয়ে  একটি  সম্পূর্ণ  ধারাবাহিক  লিখা  প্রকাশিত  হবে  ।



No comments:

Post a Comment

কম্পিউটার প্রোগ্রামিং শেখা কতটা গুরুত্বপূর্ণ ?

প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানের অনেক বড় একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিংয়ের দখল। প্রোগ্রামিং ছাড়া আমর...