Saturday, March 17, 2018

আমার প্রথম জাভা প্রোগ্রাম।

একটি সাধারন জাভা প্রোগ্রাম লিখা ।

এখন আমরা একটি সাধারন জাভা প্রোগ্রাম লিখব যেটি আমাদেরকে  Hello Java!  প্রিন্ট করে দেখাবে ।

জাভা প্রোগ্রাম লিখা এবং চালানোর জন্য অনেক IDE রয়েছে তাদের মধ্যে 
  • Eclipse
  • Netbeans
  • intellij idea
যে কোন একটা ব্যবহার করা জেতে পারে ।

public class HelloJava {
    public static void main(String[] args){
        System.out.println("Hello Java!.");    }
}


উপরের প্রোগ্রামটি লিখে রান করালে কম্পাইলার আউটপুট হিসেবে  Hello Java!  দেখাবে ।

আমরা তো আমাদের প্রথম জাভা প্রোগ্রাম লিখে ফেললাম । এখন চলুন জাভা প্রগ্রামটিকে সুন্দর ভাবে বুঝে ফেলি।

  • class  কি ওয়ার্ডটি  জাভা তে  class  ডিক্লেয়ার করতে ব্যবহৃত হয়ে থাকে।
  • public  হছে  access modifier  ।
  • static হচ্ছে একটি কি ওয়ার্ড  কোন মেথড এর পূর্বে  static  ব্যবহার করলে তাকে static method বলে।
  • void  হচ্ছে main method  এর  return  টাইপ ।
  • main  দ্বারা বুঝানো হচ্ছে যে প্রোগ্রামটি এখান থেকে চলা শুরু করবে ।
  • String[] args  কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ।
  • System.out.println() এই লাইন্টি স্ট্যান্ডার্ড আউটপুট দেখাতে ব্যবহৃত হয়েছে ।

No comments:

Post a Comment

কম্পিউটার প্রোগ্রামিং শেখা কতটা গুরুত্বপূর্ণ ?

প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানের অনেক বড় একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিংয়ের দখল। প্রোগ্রামিং ছাড়া আমর...