Saturday, March 17, 2018

জাভা কি ?

জাভা কি?

জাভা হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা এবং একটি  Platform ।
জাভা একটি উচ্চ স্তরের, শক্তসমর্থ, নিরাপদ এবং অবজেক্ট-ওরিয়েন্টেড  প্রোগ্রামিং ভাষা।


প্ল্যাটফর্ম  ঃ 

যে হার্ডওয়্যার বা সফ্টওয়্যারের একটি প্রোগ্রাম চালায়, এটি একটি প্ল্যাটফর্ম  । জাভা এর নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে । Java runtime environment (JRE)  এবং  API   হচ্ছে জাভার প্ল্যাটফর্ম  । জাভা হচ্ছে প্ল্যাটফর্ম  নিরপেক্ষ অর্থাৎ জাভা প্রোগ্রাম যে কোন প্ল্যাটফর্মেই লিখা হোক না কেন এটি সকল ধরনের প্ল্যাটফর্ম এ চলতে পারে । যেমন আমরা যদি এক ধরনের অপারেটিং সিস্টেম এ একটি জাভা প্রোগ্রাম লিখি সেটি যে কোন অপারেটিং সিস্টেমেই চলবে। কারন জাভা প্রোগ্রাম চলার জন্য ব্যবহৃত হয়  (JVM) Java Virtual Machine .

জাভা উদাহরণ ঃ

public class HelloJava {
    public static void main(String[] args){
        System.out.println("Hello Java!.");    }
}

উপরের জাভা প্রোগ্রামটি কিভাবে কাজ করছে এবং কোন জিনিসটা কি বিস্তারিত জানার জন্য https://saifulislam007.blogspot.com/2018/02/blog-post.html এই লিংকে গিয়ে লিখাটি পরলে বিসয়টি পরিষ্কার হয়ে যাবে।

জাভা কোথায় ব্যবহার করা হয় ?

  1. Desktop Applications.
  2. Web Applications. example: javatpoint.com
  3. Enterprise Applications such as banking applications.
  4. Mobile such as Android applications.
  5. Smart cards.
  6. Robotics.
  7. Games.

No comments:

Post a Comment

কম্পিউটার প্রোগ্রামিং শেখা কতটা গুরুত্বপূর্ণ ?

প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ? কম্পিউটার বিজ্ঞানের অনেক বড় একটা অংশ জুড়েই রয়েছে প্রোগ্রামিংয়ের দখল। প্রোগ্রামিং ছাড়া আমর...